করোনাভাইরাসজাতীয়
নরসিংদীতে বাড়ছে করোনা রোগী, ১০৪ জন শনাক্ত
নরসিংদী জেলায় এ পর্যন্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকল্প কর্মকর্তা, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিশুসহ ১০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সর্বশেষ শুক্রবার ৪২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের মধ্য থেকে নতুন করে ১২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নরসিংদী সদর উপজেলায় মোট ৪৮ জন, রায়পুরায় ১৮ জন, পলাশে ৫ জন, শিবপুরে ১৭ জন, বেলাবতে ১১ জন ও মনোহরদীতে ৫ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে নরসিংদী সদর উপজেলার ১ জন ও পলাশ উপজেলার ১ জন সুস্থ হয়েছেন।
নরসিংদী জেলায় এ পর্যন্ত ৪০৫ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। যার মধ্য থেকে এ পর্যন্ত ১০৪ জনের রিপোর্ট পজেটিভ আসে, সূত্র: নরসিংদী টাইমস