করোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

ভ্যাকসিন আনতে বিলিয়ন ডলার খরচেও রাজি, বিশ্বকে বাঁচাতে চান গেটস

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে যত অর্থই দরকার হোক বিশ্ববাসীর কল্যানে তা খুশি মনেই দিবেন বলে জানিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
বিশ্বজুড়ে বর্তমানে লক্ষ লক্ষ মানুষ কোভিড নাইন্টিনে আক্রান্ত হবার প্রেক্ষিতে তিনি মনে করেন, যত দ্রুত সম্ভব এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে হবে। আর এ জন্য অর্থ কোনো বাধা হতে পারে না। যদিও তিনি মনে করেন, এই ভ্যাকসিন তৈরিতে অন্তত ১৮ মাস সময় লেগে যেতে পারে।
এই দানবীর গত বেশ ক’বছর ধরেই বিশ্বব্যাপী মানবতার কল্যানে দুই হাতে অর্থ ব্যয় করে আসছেন। এবার তিনি এগিয়ে এসেছেন মহামারি কোভিড-১৯ থেকে বিশ্ববাসীকে বাঁচাতে।
বিল গেটস মনে করেন, মহামারি মোকাবেলায় মানুষের প্রস্তুতির অভাব থাকায় এর কার্যকরি চিকিৎসা আবিষ্কারে এতো সময় লাগছে। তারপরেও যত দ্রুত সম্ভব এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে যত অর্থ প্রয়োজন দেবেন বলে জানিয়েছেন ৬৪ বছর বয়স্ক এই বিজনেস ম্যাগনেট।
স্বাভাবিকভাবে একটি ভ্যাকসিন তৈরিতে কমপক্ষে ৫ থেকে ৬ বছর সময় লাগে। সেখানে এই মহামারি থামানোর জন্য দ্রুততার সঙ্গে ভ্যাকসিন আবিষ্কারে কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। এতে কিছুটা কম পরীক্ষা শেষেই ভ্যাকসিনটি মানুষের ব্যাবহারের জন্য ছেড়ে দেয়া হবে। কিন্তু তারপরও কমপক্ষে ১৮ মাস সময় লাগবে এই ভ্যাকসিন গণহারে মানুষের কাছে পৌছাতে।
গেটসের প্রতিশ্রুতি, “ভ্যাকসিনটি দ্রুত আবিষ্কারে যত অর্থই লাগবে তা আমি দেব। বিশ্বজুড়ে সরকারগুলোর থেকেও দ্রুত আমি চেকে সাইন করে যাব। আমার পক্ষে যা যা করা সম্ভব তাই করবো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 13 =

Back to top button