করোনাভাইরাসজাতীয়
স্বাস্থ্যমন্ত্রীর নিজ জেলা মানিকগঞ্জও লকডাউন!
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নিজ জেলা মানিকগঞ্জ লকডাউন ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক (ডিসি) এম ফেরদৌস এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে পুরো জেলাব্যাপী এই লকডাউনের ঘোষণা দেন। আজ সন্ধ্যা ৭টার পর থেকে এই আদেশ কার্যকর হয়।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউন চলাকালীন জাতীয় ও আঞ্চলিক সড়ক ও মহাসড়ক, নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ মানিকগঞ্জে প্রবেশ করতে বা জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। আইন অম্যানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।