করোনাভাইরাসক্রিকেটখেলাধুলা

ভালো সাড়া পেলে আরও স্মারক নিলামে তোলার কথা জানালেন মুশফিক

ক্রিকেটের যেকেনো স্মারকই মুশফিকুর রহিমের কাছে বিশেষ কিছু। এসব স্মারক সযত্নে জমিয়ে রাখা তার কাছে নেশার মতো। স্মারকটা যদি হয় নিজের এবং দেশের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট? বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের কাছে সেটা হবে অমূল্য, তা বলাই বাহুল্য। অমূল্য সেই স্মারকই নিলামে তুলছেন মুশফিক।

এই ব্যাটটি দিয়েই ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় ইতিহাসগড়া ব্যাটটি নিলামে তুলছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা এই ব্যাটিং ভরসা। প্রিয় ব্যাটটাকে স্মারক হিসেবে নিজের কাছে রাখার চেয়ে দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ানো মুশফিকের কাছে এখন বেশি জরুরী হয়েছে।

ইতিহাসগড়া ব্যাট, স্বভাবতই মুশফিকের কাছে ব্যাটটি একটু বেশিই প্রিয়। মুশফিক জানিয়েছেন, এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় ব্যাট এটা। কিন্তু নিজের প্রিয় কিছু নিয়ে এই মুহূর্তে ভাবছেন না তিনি। ব্যাটটি নিলামে তোলা হবে, সেটা চূড়ান্ত। অনলাইন প্ল্যাটফর্মে কীভাবে, কখন ব্যাটটির নিলাম শুরু করা হবে, সেটা জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে মুশফিক বলেন, ‘আমার প্রিয় ব্যাটটি নিলামে তুলব। কীভাবে নিলাম হবে, কবে থেকে সেটা শুরু হবে, তা তাড়াতাড়িই জানতে পারবেন। আমার এই ছোট কাজে যদি কিছু মানুষের সাহায্য হয়, তাহলে সেটা আমার জন্য অনেক বড় ভালো লাগার ব্যাপার হবে।’

ব্যাটটি এবং এই ব্যাটে করা ডাবল সেঞ্চুরির মুহূর্তটা মুশফিকের কাছে ক্যারিয়ার সেরা। অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের সবচেয়ে স্পেশাল ব্যাট এটা। এটা দিয়ে আমি টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলাম। ওটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুহূর্তও। তারপরও শুধু একটাই লক্ষ্য, ব্যাটটির যেন অনেক বেশি মূল্য হয়। যা দিয়ে অনেক বেশি মানুষকে আমি সাহায্য করতে পারি। আমার পক্ষ থেকে এটা একটা অনুরোধ।’

এই ব্যাটটি নিলামে কেমন সাড়া ফেলে, সেটা দেখে আরও স্মারক নিলামে তোলার ব্যাপারে ভাববেন মুশফিক। তিনি বলেন, ‘এই নিলাম থেকে যে টাকাটা উঠবে, পুরোটা দিয়ে গরীব মানুষের খাবার কিনে দেব। অন্য সাহায্য লাগলে সেটাও করার জন্য প্রস্তুত আছি আমি। এই ব্যাট নিয়ে ভালো সাড়া পেলে আরও কিছু স্মারক নিলামে তুলব।’

মানবতার সেবায় মুশফিকের এমন উদ্যোগে আরও অনেক ক্রিকেটারই অনুপ্রাণিত হয়েছেন। মুশফিক ছাড়া আরও কয়েকজন ক্রিকেটার তাদের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তোলার কথা ভাবছেন। দুস্থ মানুষদের সাহায্যে ক্রিকেটারদের ব্যাট, জার্সি, ক্রিকেট সামগ্রী নিলামে তুলতে দুদিন আগেই ক্রিকেটারদের আহ্বান জানান সাকিব আল হাসান।

করোনাভাইরাস মোকবিলায় শুরু থেকেই কাজ করে আসছেন মুশফিক। সর্বশেষ বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট), হ্যান্ড গ্লাভস ও মাস্ক দিয়েছেন দিয়েছেন তিনি। এরআগে নিজের এক মাসের বেতনের অর্ধেকটা দুস্থদের জন্য দান করেছেন মুশফিক।

করোনা মোকাবিলায় এরআগে নিজের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তোলেন ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলার। উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের জার্সিটি ৬৫ হাজার পাউন্ডে (৬৮ লাখ ৭ হাজার টাকা) বিক্রি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 5 =

Back to top button