করোনাভাইরাসজাতীয়সংবাদ বিজ্ঞপ্তি

করোনাভাইরাস ইস্যু পর্যালোচনায় বসবেন ৬ মন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণ বিস্তার প্রতিরোধ ও প্রতিকারে সরকারের কার্যক্রম পর্যালোচনা করতে বসবেন ছয় মন্ত্রী। এই বৈঠক থেকে পরবর্তী করণীয়ও নির্ধারণ হবে। আন্তঃমন্ত্রণালয় এই বৈঠকে সভাপতিত্ব করবেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকটি আগামী মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগ ও পিএমওতে অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের হাসপাতাল অণুবিভাগ থেকে এ বৈঠক সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী সভায় যাদের উপস্থিত থাকার কথা রয়েছে তারা হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালযের সিনিয়র সচিব, আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের আইজি, তথ্য সচিব, পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, শ্রম সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, ডিজিএফআই ও এনএসআইয়ের মহাপরিচালককে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =

Back to top button