করোনাকালে যৌনাচার; শরীর ভালো না লাগলে এড়িয়ে চলার পরামর্শ
বর্তমানে মারাত্মক করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে ব্যক্তিগত যৌনাচার কীভাবে অনুসরণ করা হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নাগরিকদেরকে পরামর্শ দেয়া হয়েছে।
নগরের স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে দু’পৃষ্ঠার একটি জরুরি স্বাস্থ্যবিধি প্রকাশ করে তা মেনে চলতে লোকজনকে পরামর্শ দিয়েছে।
স্বাস্থ্য বিভাগের ওই নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস নিয়ে এখনো অনেক কিছু জানার বাকি। ভাইরাসটি যৌনতার মাধ্যমে ছড়ায় বলে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
লোকজনের জীবনাচার লক্ষ্য করে স্বাস্থ্য বিভাগ থেকে দেওয়া পরামর্শে নিবিড় সম্পর্ক নেই, এমন কারও সঙ্গে যৌনতা এড়িয়ে চলার কথা বলা হয়েছে।
একসঙ্গে বসবাস না করা লোকজনের একান্ত মেলামেশা না করাও পরামর্শ দেওয়া হয়েছে।
বহুগামিতা এড়িয়ে চলা এবং শরীর ভালো বোধ না করলে যৌনতার বিষয়টি পুরোপুরি এড়িয়ে চলা উচিত বলে নগরের স্বাস্থ্য বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।
করোনার এই সময়ে একান্ত সঙ্গী-সাথিদের সঙ্গে ভিডিও কল বা ব্যক্তিগত চ্যাটরুমে আড্ডা দেওয়ার বিষয়টিকে প্রাধান্য দিতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।