আরও ৯ জনের মৃত্যু, দেশে করোনায় আক্রান্ত ৩,০০০ ছাড়ালো
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১১০ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৪৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ হাজার ৩৮২ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি ভাইরাসটি।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এর আগে সোমবার (২০ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৪৯২ জনের।
আজকে নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ১২৮টি। যা আগের দিনের তুলনা ৩ দশমিক ৭ শতাংশ বেশি। এর মধ্যে পরীক্ষা করেছি ২ হাজার ৯৭৪টি নমুনা। যা আগের দিনের তুলনায় ৭ শতাংশ বেশি। এ পর্যন্ত মোট ২৬ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন নারী। এর মধ্যে ৩ জনের বয়স ৬০ বছরের ওপরে, ৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে অপর ৩ জনের বয়স, জানান তিনি।
নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৯ জনকে। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ৮৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭৬৫ জন।
এক নজরে দেশের করোনাচিত্র:
-
আক্রান্ত হয়েছেন: ৩,৩৮২ জন।
-
সুস্থ হয়ে উঠেছেন: ৮৭ জন।
-
মারা গেছেন: ১১০ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ২৪ লাখ ৮৩ হাজার ১৩ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৬ লাখ ৫২ হাজার ৫৫১ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ১ লাখ ৭০ হাজার ৪৯৪ জনের।