আন্তর্জাতিককরোনাভাইরাস
‘৭০ দিন পর করোনায় মৃত্যুর হার শূন্যে নেমে যায়’
চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। মহামারি করোনায় এখন পর্যন্ত এক লাখ ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছে। তবে করোনায় মৃত্যু নিয়ে এবার নতুন তথ্য দিলেন ইসরায়েলের এক গবেষক।
ইসাক বেন-ইসরায়েলের দাবি, করোনার প্রাদুর্ভাবের ফলে মৃত্যুর ও আক্রান্তের হার ৪০ দিনের মাথায় সর্বোচ্চ স্তরে পৌঁছায়। আর ৭০ দিনের মাথায় প্রায় শূন্যে নেমে আসে, খবর টাইমস অব ইসরায়েল।
ইসাক বলেন, ‘আমাদের বিশ্লেষণ বলছে, সব দেশেই করোনা একটি অপরিবর্তনীয় প্যাটার্ন মেনে চলছে। আশ্চর্যজনকভাবে, এই প্যাটার্নগুলো মিল রয়েছে যে দেশগুলোতে কঠোর লকডাউন মেনে চলা হচ্ছে আর যে দেশগুলোতে লকডাউন মেনে চলা হচ্ছে না বা সাধারণ জীবন অব্যাহত রয়েছে।’
গত ১৬ এপ্রিল ইসাক বেন-ইসরায়েলের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। তিনি বলেন, ‘সুতারাং চলুন স্কুল ও কাজে ফিরে যাই…।’