রাজনীতি
চীনা প্রেসিডেন্টের প্রতি বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চায়না কমিউনিস্ট পার্টির (সিপিসি) পাঠানো মাস্ক গ্রহণ করে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও সিপিসির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান।
তিনি বলেন, চায়না কমিউনিস্ট পার্টি সিপিসির পক্ষ থেকে বুধবার সকাল ১১টায় ঢাকার চীনা দূতাবাস বিপুল পরিমাণ মাস্ক- এর একটি অনুদান চালান বিএনপির কাছে হস্তান্তর করেছে।
বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল দূতাবাসের কর্মকর্তাদের কাছ থেকে এই অনুদান গ্রহণ করেন।
এই অনুদান দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনের প্রেসিডেন্ট ও চায়না কমিউনিস্ট পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।