আসন্ন পবিত্র রমজান মাসে দেশের মসজিদগুলোতে সীমিত আকারে তারাবিহর নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘করোনা সংক্রমণ পরিস্থিতিতে ১০ জন মুসল্লি ও দুন হাফেজসহ মোট ১২ জনের অংশগ্রহণে রমজান মাসে মসজিদসমূহে এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ থাকবে।’
এর সঙ্গে এর আগে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জারিকৃত মসজিদে জুমা ও জামাতবিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে।
এ ছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।
এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনাসহ আগামীকাল ২৪ এপ্রিল,২০২০ (শুক্রবার) একটি সার্কুলার জারি করবে।