Lead Newsকরোনাভাইরাসজাতীয়স্বাস্থ্য ও চিকিৎসা

বাংলাদেশে প্ল্যাটফর্ম চিকিৎসার জন্য প্রস্তুত ১৫ হাজার ৩৬৩ চিকিৎসক

নতুন চিকিৎসক যারা প্ল্যাটফর্ম ও মুক্তপাঠে চিকিৎসা দিয়ে থাকেন গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জন এ প্রশিক্ষণ নিয়েছেন। এ পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা ১৫ হাজার ৩৬৩ জন।

শুক্রবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, প্ল্যাটফর্ম ও মুক্তপাঠে চিকিৎসকরা টেলিমেডিসিনে কাজ করে থাকেন। একইসঙ্গে হটলাইনে তারা প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সেবা প্রদান করে থাকেন। এছাড়াও বর্তমানের স্বেচ্ছা ভিত্তিক সেবা দিয়ে যাচ্ছেন ৩ হাজার ৯৭২ জন।

গত ২৪ ঘণ্টায় পিপিই সংগ্রহ হয়েছে ৯ হাজার উল্লেখ করে ডা. নাসিমা সুলতানা বলেন, এ পর্যন্ত ১৫ লাখ ১৬ হাজর ১৯০টি পিপিই সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিতরণ হয়েছে ২৩ হাজার ২১৫টি। এ পর্যন্ত ১২ লাখ ৪২ হাজার ৮টি বিতরণ করা হয়েছে এবং মজুদ আছে ২ লাখ ৭৪ হাজার ১০২টি।

‘যারা কোয়ারেন্টাইন থাকে তারা সুস্থ’ মন্তব্য করে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, যাদের করোনা পজিটিভ পাই, তাদের সংস্পর্শে আসার কারণে হয়। সেজন্য আক্রান্তদেরকে নিরাপদে রাখার জন্য ও অন্যরা যাতে মেলামেশা করতে না পারে সেজন্য তাদের ‍দূরে রাখা হয়।

তিনি বলেন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছে ৮২ হাজার ৭৩৪ জন। সারাদেশের ৬৪ জেলার সব উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে ৬০১টি প্রতিষ্ঠান। এরমধ্যে তাৎক্ষণিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে সেবা প্রদান করা যাবে ৩ হাজর ৬৩৫ জনকে।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছেন ১২৩ জন এবং মোট আইসোলেশন এ আছেন ৯৯৫ জন বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছে ২৮ জন এবং মোট ৬২২ জন। গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আছেন ৩ হাজর ৬৯৬ জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন ১ লাখ ৭১ হাজার ৮৪৮ জন। কোয়ারেন্টাইন থেকে ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৫ হাজার ৯৫ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৮৯ হাজার ১১২ জন।

আজকে আমরা একটু আশার আলো দেখেছি মন্তব্য করে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, মৃত্যুর সংখ্যা একটু কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু চার জন। তারা সবাই পুরুষ। যাদের বয়স ৫১ থেকে ৬০ এর মধ্যে এবং সবাই ঢাকার বাসিন্দা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + seventeen =

Back to top button