করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনে আটকে পড়া ১৬৩ জন বাংলাদেশি নাগরিক দিল্লি থেকে দেশে ফিরেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা।
সূত্র জানায়, দিল্লিতে আটকে পড়া নাগরিকদের দেশে ফেরাতে উদ্যোগ নেয় বাংলাদেশ হাইকমিশন। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
এই ১৬৩ বংলাদেশিকে দিল্লি থেকে ঢাকায় যাত্রার আগে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান কর্মকর্তাদের নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেন।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, উভয় দেশের সরকারের অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে প্রয়োজনে আরও ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হবে। যারা এখনও ভারতে অবস্থান করছেন, তাদের দেশে ফেরানোর জন্য বাংলাদেশ হাইকমিশন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।