আন্তর্জাতিককরোনাভাইরাস

করোনায় যমজ দুই বোনের মৃত্যু

করোনাভাইরাস পজিটিভ আসার পর তিন দিনের ব্যবধানে মৃত্যু হয়েছে যুক্তরাজ্যের যমজ বোন ক্যাটি ডেভিস ও এমা ডেভিসের। ছোটবেলায় পুতুলের যত্ন নিতে নিতে চিকিৎসক বা নার্স হওয়ার স্বপ্নের শুরু।

পরে সে স্বপ্নের বাস্তবায়নও হয়েছিল। শেষমেশ দুই বোনই এমন এক মহামারিতে মারা গেলেন, যা থেকে মুক্তির উপায় এখনো জানে না বিশ্ব।

যুক্তরাজ্যের সাউদাম্পটন জেনারেল হাসপাতালে গত মঙ্গলবার করোনায় আক্রান্ত ৩৭ বছর বয়সী ক্যাটি ডেভিসের মৃত্যু হয়। পরে গতকাল শুক্রবার সকালে একই হাসপাতালে করোনা নিয়ে তাঁর যমজ বোন এমার মৃত্যু হয়। এ ঘটনায় স্বজন ও প্রতিবেশীরা হতবিহ্বল হয়ে পড়েছেন।

এই যমজ বোনদের সহোদরা জোর ভাষ্যমতে, ক্যাটি ও এমা জীবিত অবস্থায় সব সময় একসঙ্গে মরার কথা বলতেন। একসঙ্গে জন্মেছিলেন। তাই বলে একসঙ্গে মরবেন, এমন কামনাও পূর্ণ হবে তা কে-ই বা জানত!

সাউদাম্পটন শিশু হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন ক্যাটি। আর বোন এমা ডেভিসও একই হাসপাতালের সাবেক নার্স।

এ পর্যন্ত বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে যুক্তরাজ্যে ৫০ জন নার্সের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট ১৯ হাজার ৫০৬ জন করোনায় মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৪৬৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 14 =

Back to top button