Lead Newsকরোনাভাইরাসজাতীয়

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫, নতুন শনাক্ত ৪১৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৪৫ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৪১৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫ হাজার ৪১৬ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।

রোববার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, মৃত ৫ জনের মধ্যে ২ জন নারী ও ৩ জন পুরুষ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের বয়সসীমা:

  • ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৩ জন।
  • ৬১ থেকে ৭০ বছর বয়সী: ১ জন।
  • ১০ বছরের নিচে: ১ জন, তার কিডনীর সমস্যা ছিল

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি। সুস্থ হয়েছেন ৯ জন। এনিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১২২ জন।

এছাড়াও চট্টগ্রাম ভেটেরেনারি ও অ্যানিমেল সায়েন্স প্রতিষ্ঠানে এখন থেকে করোনার নমুনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি। এনিয়ে দেশে মোট ২৫টি প্রতিষ্ঠানে করোনার নমুনা পরীক্ষা করা যাচ্ছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে দেশের করোনাচিত্র:

  • আক্রান্ত হয়েছেন:  ৫,৪১৬ জন।
  • সুস্থ হয়ে উঠেছেন: ১২২ জন।
  • মারা গেছেন: ১৪৫ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ৪৬,৪৮৫টি।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রোববার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ২৯ লাখ ২৩ হাজার ৭৮৩ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৮ লাখ ৩৭ হাজার ৬১১ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৩ হাজার ৩১৯ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =

Back to top button