চট্টগ্রামের কাপ্তাইয়ে খালের ময়লা পানিতে ঝাঁপিয়ে পড়ে কুকুর ছানাকে বাঁচালেন এক পুলিশ সদস্য। এমন ঘটনার সাক্ষী হলো ওই উপজেলার গোলাপের দোকান এলাকার হাজারো মানুষ।
ময়লা গিজগিজে খালে ঝাঁপিয়ে পড়ে কুকুর ছানাকে উদ্ধারের কিছু ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। এরপরই ভাইরাল হয় ছবিগুলো আর প্রশংসায় ভাসতে থাকেন সিএমপি’র এসএএফ শাখার কনস্টেবল রাজিব কুমার রায়।
তিনি জানান, গোলাপের দোকান এলাকার চেকপোস্টে দায়িত্ব পাল করছিলেন। হঠাৎ পাশের নোংরা খালে ঝপ করে কিছু একটা পড়ার শব্দ শুনতে পান। জিনিসটি কি বুঝতে পেরেই খালে ঝাঁপিয়ে পড়েন তিনি। সাঁতরে গিয়ে একটি পলিথিনের ভেতর থেকে উদ্ধার করলেন একটি কুকুর ছানা। আর ওই সময় খালের পাড়ে দাঁড়িয়ে আছে মা কুকুর।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই পুলিশ সদস্য খালে নেমে বাচ্চা কুকুরটিকে উদ্ধার করে মা কুকুরের কাছে রেখে দেন। ওইখানে অনেকেই ছিল, কিন্তু কারো মাথায় কুকুরটিকে উদ্ধারের কথা মাথায় আসেনি। ওই পুলিশ সদস্য মানবিক দৃষ্টিকোণ থেকে এমনটা করেছেন।
কনস্টেবল রাজিব কুমার রায় বলেন, পলিথিনের ভেতরে নড়াচড়া দেখে বুঝতে পারি জীবিত কিছু। এ কারনেই ঝাঁপিয়ে পড়ি। পরে দেখতে পাই সেটি একটি কুকুর ছানা। হোক না সেটি কুকুর ছানা, জীবন তো।
কুকুর ছানা উদ্ধারের কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে কমেন্ট করে ওই পুলিশ সদস্যের প্রশংসা করতে থাকেন ব্যবহারকারীরা।
একজন লিখেছেন, ‘জীবে দয়া করে যেই জন…সেই জন সেবিছে ঈশ্বর…He prayed best who loved best…।’ আরেকজন লিখেছেন, ‘প্রশংসা করার কোনো ভাষা পাচ্ছি না,,, উপরাওয়ালা আপনাকে ভালো রাখুক।’
মো. নাঈম নামে একজন লিখেছেন, ‘অনেক অনেক ভালোবাসা রইলো আর সেই সাথে কামনা করি পুলিশের সেই হারানো গৌরব ফিরে আসুক।’ মো. যোবায়দুল ইসলাম লিখেছেন, ‘কিছু ভালো পুলিশ সদস্যদের জন্য আজও ভালো স্বপন দেখি তার প্রমাণ এইটা।’
চান্দগাঁও থানার ওসি আতাউর খন্দকার বলেন, পুলিশও মানুষ, আমাদেরও মানবিকতা আছে। এরই কিছু প্রতিচ্ছবি আমরা সমাজে দেখতে পাচ্ছি।
কনস্টেবল রাজিব কুমার রায় ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। । তিনি সিএমপি’র এসএএফ শাখার কনস্টেবল হিসেবে দামপাড়া পুলিশলাইনসে আছেন।