দেশবাংলা
ব্রাহ্মণবাড়িয়ায় আবার সংঘর্ষ, আহত ২০
করোনা পরিস্থিতির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ অব্যাহত আছে। আজ রোববার বিকেলে সংঘর্ষ হলো জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে।
সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে অন্তত ১৫-২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুরাইল গ্রামের বাসিন্দা ধলাই মিয়া তার বাড়িতে সীমানা প্রাচীর দেওয়া নিয়ে ঘটনা সূত্রপাত। প্রতিবেশি ধন মিয়া সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিলে দুই বাড়ির লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানানা, পুলিশ যাওয়ার আগেই সংঘর্ষ থেমে যায়। দুই প্রতিবেশির লোকজনের মধ্যে বিরোধে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। কোনো অভিযোগ পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।