চট্টগ্রামে পুলিশসহ একই পরিবারের ৬ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে একদিনে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় পুলিশসহ সাত জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছে।
রবিবার রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফৌজদারহাটের বিআইটিআইডিতে মোট ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১০ জনের কোভিড-১৯ শনাক্ত হয়।
তিনি আরও জানান, এই ১০ জনের মধ্যে লক্ষীপুরের তিনজন বাসিন্দা রয়েছে। অপর ৭ জনের মধ্যে ছয়জন সাতকানিয়ার একই পরিবারের সদস্য আর অন্য একজন দামপাড়ার পুলিশ লাইন্সের। ওই পুলিশ সদস্য দামপাড়া পুলিশ লাইন্সের ব্যারাকেই থাকতেন এবং বন্দর ট্রাফিক বিভাগের কনস্টেবল।
এদিকে করোনা আক্রান্ত চট্টগ্রাম জেলার বাকি ছয় জনের বিষয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম বলেন, রবিবার করোনা শনাক্ত হওয়া ছয়জনই একই পরিবারের সদস্য। তারা সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের রূপনগর এলাকার বাসিন্দা।
তিনি বলেন, সাতকানিয়ায় করোনায় আক্রান্ত হওয়া প্রথম মৃত ব্যক্তি সিরাজুল ইসলামের জানাজা পড়তে গিয়ে আক্রান্ত হন তার মেয়ে জামাই ফরিদুল আলম। তার পরিবারের ছয় সদস্যের রবিবার করোনা পজেটিভ আসে। এদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ। যাদের বয়স ১৪ থেকে ৭৫ বছরের মধ্যে।
রোববার পর্যন্ত চট্টগ্রামের মোট দুই হাজার ৫৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগে করোনা পজিটিভ পাওয়া গেছে মোট ৯৪ জন। এদের মধ্যে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত ৫৩ জন । এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা গেছেন পাঁচজন।