আন্তর্জাতিককরোনাভাইরাস

চীন থেকে কেনা টেস্ট কিট অকেজো, দাবি ভারতের

চীনের তৈরি করোনাভাইরাসের টেস্ট কিট ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করে আসছে বিশ্বের অনেক দেশ। এবার সেই তালিকায় যোগ হয়েছে প্রতিবেশি দেশ ভারতের নাম। ভারতও দাবি করেছে চীন থেকে কেনা ওই টেস্ট কিট ঠিকঠাক কাজ করছে না।

চীনের দুটি কোম্পানি ভারতে করোনাভাইরাস পরীক্ষার ত্রুটিপূর্ণ কিট সরবরাহ করেছে; এ ইস্যুতে দেশটিতে তীব্র বিতর্কের মাঝে সোমবার বিজেপি সরকার বলেছে, যেসব চীনা কোম্পানি ত্রুটিপূর্ণ কোভিড-১৯ টেস্ট কিট সরবরাহ করেছে; তাদেরকে এক রুপিও দেওয়া হবে না। একই সঙ্গে চীনা কোম্পানির করোনা টেস্ট কিটের অর্ডারও বাতিল করেছে ভারত, খবর এনডিটিভি।

দেশটির ক্ষমতাসীন সরকার বলছে, চীনের গুয়াংঝু ওন্ডফো বায়োটেক এবং ঝুহাই লিভজোন ডায়াগনোস্টিকসের তৈরি কিটকে কাজের অযোগ্য হিসাবে ঘোষণা করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

কেন্দ্রীয় সরকার দেশটির সব রাজ্য এবং হাসপাতালকে এ দুই কোম্পানির সরবরাহকৃত করোনা কিট ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা কিট তৈরির জন্য একশভাগ অগ্রিম অর্থ পরিশোধের শর্ত থাকলেও ভারত সরকার চীনা ওই দুই কোম্পানির পেছনে আর একটি রুপিও নষ্ট করবে না।

চলতি মাসের শুরুর দিকে ভারতে সরকারিভাবে পাঁচ লাখ র্যাপিড অ্যান্টি বডি টেস্ট কিট এবং আরএনএ এক্সট্রাকশন কিট তৈরি করা হয়। ওই সময় ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ সব হটস্পট অথবা যেসব এলাকায় রোগী বেশি রয়েছে; সেসব স্থানে প্রত্যেক নাগরিকের করোনা পরীক্ষার সুপারিশ করলে কিটগুলো সারাদেশে বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eight =

Back to top button