বৃষ্টি আরো কত দিন থাকবে?
আরো চার থেকে পাঁচ দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত আছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিনের মধ্যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় উপকূলের কাছাকাছি চলে আসতে পারে। এর প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে গত কয়েক দিন ধরে চলা বৃষ্টি আরো ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ এ ব্যাপারে বলেন, গত কয়েক দিন ধরে চলা বৃষ্টি বুধবারও অব্যাহত থাকতে পারে। তাছাড়া দেশের অনেক স্থানে বৃষ্টিপাত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, বুধবার টাঙ্গাইলে দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এই জেলায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ৪ মিলিমিটার।
অন্যদিকে, দেশের উপকূলীয় জেলাগুলোতেও মাঝারি বৃষ্টি হয়ে আসছে। আজ বুধবারও হতে পারে একই ধরনের বৃষ্টিপাত। এ ছাড়া রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।