আন্তর্জাতিক
পুত্র সন্তানের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
পুত্র সন্তানের জন্ম দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বান্ধবী ক্যারি সিমন্ডস।
বুধবার সকালে লন্ডনের একটি হাসপাতালে সুস্থ একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
বরিস জনসনের এক মুখপাত্র জানিয়েছেন, মা ও শিশু দুজনই পুরোপুরি সুস্থ আছেন।
ওই মুখপাত্র বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও টার বান্ধবী ক্যারি সিমন্ডস অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছেন যে, লন্ডনের একটি হাসপাতালে বুধবার সকালে এক ছেলে সন্তানের পিতা-মাতা হয়েছেন তারা।
এ সময় প্রধানমন্ত্রী বরিস জনসন ও ক্যারি সিমন্ডস যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনএইচএস) এর গাইনি ও স্ত্রীরোগ বিভাগের ডাক্তারদের ধন্যবাদ জানিয়েছেন।