শোবিজ

একজন ইরফান খান: অসময়ে ‘রূহ’ দিল ‘ডুব’

‘বিল্লু’ সিনেমায় বলিউড তারকা শাহরুখ খান যখন তাঁর ছোটবেলার বন্ধুর কথা স্মরণ করে এক বাক্যে বলেছিলেন ‘বিল্লু, মেরা দোস্ত’, তখন যেন মনেই হয়েছিল, এরকম এক বিল্লুর মতো কোনো বন্ধু যদি আমাদের থাকত। অথবা অনেকের জীবনে আছেই হয়তো, আমরা কতজনই বা জানি।

সিনেমার এই ‘বিল্লু’ চরিত্র ছাড়িয়ে অভিনেতা ইরফান খান যেন হয়ে উঠেছিলেন লাখো ভক্তের একজন ‘বিল্লু’। আর সে জন্যেই হুট করে অভিনয় জগতের এই নক্ষত্রের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে সবাই।

হ্যাঁ, আজ বুধবার সকালে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সবাইকে বিদায় জানিয়ে দিয়েছেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা। মৃত্যুর আগে কোলন ইনফেকশনে ভুগছিলেন ইরফান। মৃত্যুর সময় পাশে পেয়েছিলেন তাঁর স্ত্রী সুতপা ও দুই সন্তানকে।

মাত্র তিনদিন আগেই মৃত্যু হয়েছে ইরফানের মা সাইদা বেগমের। সে সময় মায়ের পাশে থাকতে পারেননি তিনি। আর এখন মায়ের মতোই বিদায় জানালেন। সিনেমা জগতকে আরো কত কিছুই না দেওয়ার ছিল তাঁর।

আসলেই কি ইরফান বিদায় জানিয়েছেন? সম্ভবত না, সিনেমা জগতে অভিনয় দিয়ে নিজের যে পরিচয় রেখে গেছেন তিনি; তা যেন বারবারই ঘুরে ফিরে আমাদের জানান দেবে- তিনি আছেন। অভিনয় দিয়েই তিনি সব সময় বর্তমান হয়ে থাকবেন।

মৃত্যুর আগে যেসব সিনেমা দিয়ে দর্শকদের মন কুড়িয়েছেন তার কয়েকটি হলো—স্লামডগ মিলিওনিয়ার, দ্য লাঞ্চবক্স, দ্য নেমসেক, বিল্লু, লাইফ অব পাই, হিন্দি মিডিয়াম, কারওয়ান, তালওয়ার, পিকুসহ আরো অনেক সিনেমা। বলিউড আর হলিউড মিলে সব জায়গায় সমান পারদর্শী ছিলেন তিনি। বাংলাদেশের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করে দেশের দর্শকের আরো কাছে চলে এসেছিলেন ইরফান খান। তবে অকালে ভক্তদের অপূর্ণ রেখে ‘হায়দার’ খ্যাত ‘রূহ’ চির বিদায় নিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =

Back to top button