করোনায় মৃত পুলিশকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবলকে জামালপুরে তার নিজ গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আইইডিসিআরের নিয়ম অনুযায়ী জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খানসহ পুলিশের পাঁচ সদস্য এ দাফন কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে তার লাশ নিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স ওই গোরস্থানে পৌছালে জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেনের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা বিমান বন্দর এলাকায় কর্মরত অবস্থায় ট্রাফিকের কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হন। রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তিনি স্ত্রী ও দুই পুত্র, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার পরিবারের সদস্যরা বলেন, রাষ্ট্রীয় কাজে কর্মরত থেকে জনগণের সেবা করতে গিয়ে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আশিক জনগণের খেদমত করতে গিয়ে জীবন দিয়েছেন। জামালপুর জেলা পুলিশ আজীবন তার পরিবারের পাশে থাকবে। আমরাই তাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবো।