করোনাভাইরাসজাতীয়
করোনা কেড়ে নিল আরেক পুলিশ সদস্যের প্রাণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরেক পুলিশ সদস্য। তার নাম নাজির উদ্দিন (৫৫)। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার সকালে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালের সুপার হাসান উল হায়দার গণমাধ্যমকে জানান, গত ২৫ এপ্রিল এসআই নাজির উদ্দিনের করোনা ধরা পড়ে।
এছাড়া তিনি অ্যাজমা ও হাইপারটেনশনে ভুগছিলেন। শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। সূত্র বিডি প্রতিদিন