বাংলাদেশে করোনায় আক্রান্ত ৮ হাজার ছাড়ালো
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭০ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৫৭১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৮ হাজার ২৩১ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।
মৃতদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। একজন ঢাকার এবং অপরজন ঢাকার বাইরের বাসিন্দা ছিলেন। তাদের একজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্য এবং অপরজন ষাটোর্ধ্ব বয়সী।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে ১৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৫৮টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সারা দেশে মোট ৩১টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।
একনজরে বাংলাদেশে করোনা আপডেটঃ
(শনাক্তের ৫৫ তম দিনে)
২৪ ঘন্টায় টেস্টঃ ৫৫৭৩
নতুন আক্রান্তঃ ৫৭১
মোট আক্রান্তঃ ৮২৩১
আরও মৃত্যুঃ ০২
মোট মৃত্যুঃ ১৭০
সুস্থঃ ১৪
মোট সুস্থঃ ১৭৪
বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৩৩ লাখ ১৮ হাজার ৪৪২ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০ লাখ ৪৫ হাজার ২৬ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৩৪ হাজার ২৫০ জনের।