Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

করোনাভাইরাস মানুষের তৈরি নয় : মার্কিন গোয়েন্দা বিভাগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, উহানের ভাইরোলজি ল্যাবরেটরি থেকেই লিক হয়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। চীনের কাছ থেকে এ জন্য বড় অংকের ক্ষতিপুরণও আদায় করার হুমকি দিয়েছেন তিনি।

তবে এবার সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে খোদ মার্কিন গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, করোনাভাইরাস মানুষের তৈরি নয়। তবে সংস্থাটি এটাও জানিয়েছে, ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়েছে কিনা তা তারা খতিয়ে দেখেছেন।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, এক বিবৃতিতে আমেরিকার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স জানিয়েছে, দেশের পুরো গোয়েন্দা বিভাগ পরিস্থিতির উপর নজর রেখেছে। বিজ্ঞানসম্মত ভাবে ভাইরাসটি নিয়ে তথ্য সংগ্রহ করার পর জানা গেছে কভিড-১৯ মানুষের তৈরি নয় বা জিনগত ভাবে কোনো পরিবর্তন ঘটানো হয়নি।

চীনের উহানে উৎপত্তির পর গোটা বিশ্বে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাস নিয়ে শুরুতেই চীনের বিরুদ্ধে আভিযোগের আঙুল তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর জন্য চীনকে বিপুল অংকের ক্ষতিপূরণও দিতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের সেই বক্তব্যের পরই মার্কিন গোয়েন্দা বিভাগ এমন তথ্য তুলে ধরেছে।

করোনার সংক্রমণ ছড়ানোর পর পরই জল্পনা ছড়ায় ভাইরাসটি মানুষের তৈরি। গত ৮ এপ্রিল প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় দেখা গেছে, ২৯ শতাংশ মার্কিন নাগরিক বিশ্বাস করেন ভাইরাসটি ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। কিন্তু সেই দাবির পক্ষে জোরালো কোনো প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি।

তার পরই বৃহস্পতিবার আমেরিকার ‘অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এতদিন ধরে তদন্ত করে এই সিদ্ধান্তে এসেছে যে, করোনাভাইরাস মানুষের তৈরি নয় বা জিনগত ভাবে এর কোনো পরিবর্তন ঘটানো হয়নি। যদিও ভবিষ্যতেও গোয়েন্দারা এই ভাইরাসের উৎস নিয়ে তদন্ত করে যাবেন বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 16 =

Back to top button