Lead Newsকরোনাভাইরাসজাতীয়

দেশে ৬৭৭ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) সারা দেশে মোট ৬৭৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০৯ জন। তার মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৬৮ জন সদস্য রয়েছেন।

আর শুক্রবার পর্যন্ত মারা গেছেন চারজন সদস্য। মারা যাওয়া সবাই ঢাকা মহানগর পুলিশের সদস্য। পুলিশ সদর দফতর থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সারা দেশের তুলনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকা মহানগর পুলিশের সদস্যরা। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের নতুন ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ডিএমপিতে শুক্রবার পর্যন্ত মোট ৩২৮ জন আক্রান্ত হয়েছেন।

সূত্র জানায়, শুক্রবার দুপুর পর্যন্ত সারা দেশে পুলিশের ১ হাজার ২২৫ জন সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আইসোলেশনে রাখা হয়েছে ১৭৪ জনকে। আর ৫৫ জন সুস্থ হয়েছেন।

করোনায় মারা যাওয়া ৪ পুলিশ সদস্যদের মধ্যে সর্বশেষ শুক্রবার সকালে মারা যান এসআই নাজির উদ্দীন। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রতিরক্ষা শাখায় কর্মরত ছিলেন। এর আগে এএসআই আবদুল খালেক, ট্রাফিক পুলিশ কনস্টেবল আশেক মাহমুদ ও কনস্টেবল জসিম উদ্দিন মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =

Back to top button