এক বাঘিনীর জন্য দুই বাঘের মরণপণ লড়াই
প্রিয়তমাকে নিজের করে নিতে অনেক প্রেমিক রক্তের বন্যা বইয়ে দিতেও পিছপা হয় না। আর এটা শুধু যে মানুষের বেলায় প্রযোজ্য তা নয়। প্রেমিকার জন্য জীবন বাজি রাখতে পারে যেকোনো প্রাণী।
তাই তো একটি বাঘিনীকে নিজের করে পেতে মরণপণ লড়াইয়ে মেতেছে দুটি রয়েল বেঙ্গল টাইগার। সম্প্রতি একটি বাঘিনী জন্য দুই বাঘের লড়াইয়ের সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বাঘ দুটির এ লড়াইয়ের ঘটনাটি ভারতের রাজস্থানের রানথামবোর ন্যাশনাল পার্কে ঘটেছে। লড়াইয়ের ওই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেন ভারতীয় বন বিভাগের কর্মকর্তা প্রবীণ কাসওয়ান।
টুইটারে দুই বাঘের লড়াইকে নিষ্ঠুর ও সহিংস উল্লেখ করে ভিডিওটি টুইট করেছেন প্রবীণ কাসওয়ান।
এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, লড়াই শুরু হতেই দূরে পালিয়ে যায় বাঘিনী। আর একে অপরের মুখোমুখি লড়াই করতে থাকে দুই বাঘ।
ভিডিওটি প্রসঙ্গে পার্কের এক কর্মকর্তা জানান, লড়াইরত বাঘ দুটির নাম -টি৫৭ সিংহস্থ ও টি৫৮ রকি। তবে এই লড়াইয়ে দুটি বাঘের কেউই গুরুতর আহত হয়নি। আর এ লড়াইয়ে টাইগার টি৫৭ জয়ী হয়েছে বলে জানান প্রবীণ কাসওয়ান।