Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

করোনা সর্বশেষ: মৃত ২ লাখ ৪১ হাজার, আক্রান্ত ৩৪ লাখ ৩৫ হাজার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ শনিবার রাতে বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪১ হাজারের বেশি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৩৪ লাখ ৩৫ হাজার ৬০৭ জন। তাদের মধ্যে বর্তমানে ২০ লাখ ৯৬ হাজার ৪৩৩ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৫১ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১০ লাখ ৯৭ হাজার ৫৮৮ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ ৪১ হাজার ৫৮৬ জন রোগী মারা গেছে।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭৫ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৫৫২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৮ হাজার ৭৯০ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।

শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে ১৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তিনি বলেন, ১৯৭১ সালের ২ মে বাংলাদেশের স্বাস্থ্য অধদপ্তর প্রতিষ্ঠা হয়। করোনা মোকাবেলায় স্বএস্থ্য অধিদপ্তর কাজ করবে এবং প্রতিহত করতে সফল হবে এই আশা ব্যক্ত করেন তিনি।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ১৯৩টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭ জনের। এ পর্যন্ত দেশে করোনা শনাক্তকরণে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬ টি। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩ জন পুরুষ ও দুই জন নারী। তারা সবাই ঢাকার বাসিন্দা।

তিনি আরও বলেন, নমুনা সংগ্রহের হার বেড়েছে ৩ দশমিক ৯৪ শতাংশ। পরীক্ষা বেড়েছে ৪ দশমিক ৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৬৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১ হাজার ৬৩২ জন।

সারা দেশে মোট ৩১টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 10 =

Back to top button