পরিচয়পত্র দেখিয়ে পোশাক শ্রমিকদের ঢাকায় প্রবেশের অনুমতির সিদ্ধান্ত
কোনো শ্রমিকের কারখানার কাজের জন্য ঢাকায় আসার প্রয়োজন হলে তাকে ফ্যাক্টরি আইডি কার্ড সাথে বহন করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে। অন্যথায় ঢাকার প্রবেশপথে, ঘাট ও স্থানগুলোতে তাদের প্রবেশের অনুমতি দেয়া যাবে না।
শনিবার এ নির্দেশনা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায় স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, তৈরি পোশাক কারখানার মালিকদের রাজধানীর বাইরে থাকা শ্রমিকদের কর্মক্ষেত্রে ডেকে না আনার পরামর্শ দেয়া হয়েছে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকির মধ্যেই ২৮ এপ্রিল থেকে রাজধানী, সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৭০০ থেকে ৮০০ পোশাক কারখানায় পুনরায় উৎপাদন শুরু করা হয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, ২৯ এপ্রিল পর্যন্ত ৩ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হয়েছে। সংস্থাটি আরও জানায়, কিছু কারাখানা আশপাশে থাকা সীমিত সংখ্যক শ্রমিক নিয়ে উৎপাদন শুরু করেছে।
তবে, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়ে গত কয়েক দিনে হাজার হাজার পোশাক শ্রমিক দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা ও আশপাশে প্রবেশ করেছেন। শনিবারও এ প্রবেশ অব্যাহত ছিল।