Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

মাত্র ৪৮ ঘণ্টায় করোনা শেষ, দাবি মার্কিন গবেষকের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম বৃহৎ নর্থ শোর হাসপাতালের গবেষণা শাখা অবিরাম খুঁজে চলছে করোনাভাইরাসকে ঠেকানোর জন্য ভ্যাকসিন ও ওষুধ। তাদের গবেষকরা শোনালেন আশার বাণী। তাদের দাবি, এই মারণ ভাইরাসকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দমন করা যাবে এক ওষুধ দিয়ে।

নর্থ শোর ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, অ্যান্টি প্যারাসাইট ওষুধে এই ভাইরাসের সংক্রমণ দুদিনে শেষ হয়৷ এই ওষুধের কোনও খারাপ প্রভাব হয় না পাশাপাশি সারা পৃথিবীর সব দেশেই এই ধরণের ওষুধ সহজেই পাওয়া যায়৷

অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাস বায়োমেডিসিন ডিসকভারি ইউনিভার্সিটির চিকিৎসকেরও মত এই ওষুধের এক মাত্রা দেওয়ার পরই কাজ শুরু হয় এবং তারপর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ভাইরাসের মৃত্যু হয়৷

করোনাভাইরাস যে পৃথিবীর সব দেশেই মৃত্যুষজ্ঞ চালাচ্ছে তাকে  শেষ করতে এই ওষুধের ব্যবহার ‘পজিটিভ’ ফল দেবে বলেই এই চিকিৎসা বিজ্ঞানীদের দাবি৷ ফ্লোরিডার ব্রোবার্ড হেলথ মেডিক্যাল সেন্টার জানিয়েছে, এর আগেও বিভিন্ন সহজে সংক্রমণকারী রোগের ক্ষেত্রে এই ওষুধের ব্যবহারে সাফল্য এসেছে ৷ এবার করোনা রোগীদের এই ওষুধ দিয়েও পজিটিভ ফল পাওয়া যাচ্ছে ৷

একইভাবে উটাহ বিশ্ববিদ্যলায়ের চিকিৎসকের মত ফুসফুসে জোরালো সংক্রমণ থাকা রোগী যাদের ভেন্টিলেশনে রাখা হয়েছে তাদের ক্ষেত্রেও ইনভার্টিমাইসিন ওষুধ কাজ করে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =

Back to top button