সংক্রমণ বাড়লে কোথাও জায়গা সম্ভব হবে নাঃ গার্মেন্টস মালিকদেরকে স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসের সংক্রমণ যদি বেড়ে যায় তবে কোথাও জায়গা দেয়া সম্ভব হবে না বলে গার্মেন্টস মালিকদের সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে করোনায় শিল্প-কলকারখানা খোলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে এক সভা শেষে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে এ মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, গার্মেন্টস শিল্প সংশ্লিষ্টদের আমরা পরামর্শ দিয়েছি। তারা আনা-নেয়া, থাকা-খাওয়াসহ (শ্রমিকদের) সব বিষয়ে যেন বেশি করে সতর্ক হয়। তা না হলে সংক্রমণ যদি বেড়ে যায় পরে আমরা কোথাও জায়গা দিতে পারব না।
শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পোশাক কারখানা পরিচালনা করা যাবে জানিয়ে তিনি বলেন, পোশাক শিল্পের স্বাস্থ্যবিধি মনিটর করতে আলাদা কমিটি করা হবে। প্রতিটি ফ্যাক্টরিতে একটি করে মেডিকেল দল থাকবে। সেই দল আমাদের নির্দেশনা পালনে দায়িত্বপ্রাপ্ত হবে।
একই সঙ্গে কর্মীদের তালিকা তৈরি করে স্ব স্ব জেলায় রাখা এবং কোন কর্মী ফেরত গেলে তাকে-সহ বাড়ি লকডাউনের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরো বলেন, আমাদের তিনটি হটস্পট নারায়ণগঞ্জ, ঢাকা ও গাজীপুরের এলাকাগুলোর বিষয়ে বিশেষভাবে পুলিশ প্রশাসনকে দেখতে বলেছি। এসব জেলা থেকে যেন কেউ বাইরে না যান এবং বাইরের কেউ যেন না ঢোকেন।