বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে লকডাউন প্রায় গোটা বিশ্ব। সেই সঙ্গে বন্ধ রয়েছে তীর্থস্থানগুলোও।
ফলে ভারতের মন্দিরগুলোতেও নেই নিত্যদিনের ব্যস্ততা। আয়ও কমে গেছে বিশাল পরিমাণ।
এই অবস্থায় দেশটির অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরে প্রায় ১,৩০০ শ্রমিক চাকরি হারালেন।
তিরুপতি বালাজি মন্দিরে এই কর্মীরা পরিচ্ছন্নতা ও আতিথেয়তার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তাঁদের ১ মে থেকে কাজে আসতে বারণ করা হয়েছে। লকডাউনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খবর আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, এই শ্রমিকদের চুক্তি গত ৩০ এপ্রিলই শেষ হয়। সেই চুক্তির মেয়াদ আর নতুন করে বাড়ানো হয়নি। সেই সঙ্গে কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, লকডানের মাঝে কাজে না আসতে।
মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ওয়াই ভি সুব্বা রেড্ডি জানিয়েছে, যে সংস্থার মাধ্যমে এই কর্মীদের নিয়োগ করা হতো, তাদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তবে সেই সঙ্গে এও জানানো হয়েছে, এই কর্মীদের বিষয়ে মানবিক দিকটি খতিয়ে দেখা হবে।