৬ মে থেকে আবারো বাজারে পাওয়া যাবে মানবজমিন
দেশের প্রথম ট্যাবলয়েড পত্রিকা মানবজমিন করোনাভাইরাসের কারণে সাময়িকভাবে ছাপানো বন্ধ করলেও আবারও বাজারে আসছে বলে জানা গেছে। বুধবার (৬ মে) থেকে বাজারে পাওয়া যাবে পত্রিকাটি।
এ বিষয়ে অনলাইনে দেয়া এক বিবৃতিতে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, ‘বর্তমান বিশেষ সংকটময় পরিস্থিতিতেও আমরা আবার মুদ্রণ সংস্করণে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। তবে এক্ষেত্রে আমরা বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আমাদের সিংহভাগ কর্মীই বাড়িতে থেকে কাজ করবেন। আগামী ৬ মে বুধবার থেকে ফের বাজারে পাওয়া যাবে মানবজমিন।’
এর আগে, গত ২৭ মার্চ থেকে ছাপানো বন্ধ রয়েছে পত্রিকাটির। তবে অনলাইনে সচল ছিল। মানবজমিন ছাড়াও ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট, বাংলা পত্রিকা আলোকিত বাংলাদেশ ও দৈনিক দিনকালের ছাপানোর কাজ বন্ধ রয়েছে।
এদিকে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৮২ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৮৮ জন। এতে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে।