ট্রাফিক সিগন্যাল মেনে রাস্তা পার হয় গরু
যানবাহন নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা রয়েছে পৃথিবীর সবখানে। ট্রাফিকের নিয়ম ভঙ্গ করা বা সিগন্যাল না মানা মাঝেমধ্যে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশে। তবে মানুষ ট্রাফিক সিগন্যাল সঠিকভাবে না মানলেও, মানুষের তৈরি ট্র্যাফিক নিয়ম মেনে রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে একটি গরু।
সম্প্রতি বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, লাল হয়ে থাকা ট্র্যাফিক সিগনালে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি গাড়ি। আর সেই গাড়িগুলোর পাশেই নিয়ম অনুযায়ী নির্দিষ্ট লাইন থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে ওই গরু।
রোববার নয় সেকেন্ডের ওই ভিডিওটি নায়িকা প্রীতি জিনতা তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এরপর ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে।
ইতোমধ্যে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৫৮ হাজার ৭০০ বার। একইসঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার বেড়েই চলছে।
কিন্তু প্রীতি জিনতার টুইটারে পোস্ট করা ভিডিওটি ঠিক কোন শহর থেকে দৃশ্য ধারণ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ওই ভিডিওটি দেখে টুইটার ব্যবহারকারীরা বলছেন, এ কারণেই পশুদের আচরণ কখনো কখনো মানুষের থেকেও ভালো হয়।