করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ এক মাস পর দেশে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গণভবনে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন তিন জন মন্ত্রী।
বৈঠক সূত্রে জানা যায়, বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও নিরাপত্তাজনিত কারণে ওই তিন মন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন। তারা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।
এ ছাড়াও বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস উপস্থিত ছিলেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়।
দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে সর্বশেষ গত ৬ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। যা কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ আগামী ১৬ মে পর্যন্ত করা হয়েছে।