‘আমার ৯ বছর ফিরিয়ে দাও,’ প্রেমিকার বাড়িতে অনশনে প্রেমিক
প্রেমের জন্য মানুষ কত কিছুই না করতে পারে। সে জায়গায় অনশনে বসা তো মামুলি ব্যাপার। এবার প্রেমিকার বাড়িতে জীবনের ৯ বছর ফিরে পাওয়ার দাবি জানিয়ে অনশনে বসেছেন প্রেমিক।
ভারতের বাঁকুড়ার বিষ্ণুপুরে এ ঘটনা ঘটেছে। দীর্ঘ নয় বছরের সম্পর্কের পরেও বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসেছেন ঐ তরুণ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিষ্ণুপুরের কুরবান তলার বাসিন্দা রকি রজক গত মঙ্গলবার দুপুর থেকে প্রেমিকা তনুশ্রী ঘোষের বাড়ির দরজার সামনে ‘আমার নয় বছর ফিরিয়ে দাও’ দাবি সম্বলিত প্ল্যাকার্ডসহ দুজনের বেশ কিছু ছবি নিয়ে অনশনে বসেছে।
প্রেমিক রকি রজকের দাবি, স্কুলে পড়াশুনার করার সময় থেকে তনুশ্রী ঘোষের সঙ্গে তার সম্পর্ক। হঠাৎ বাবা মারা যাওয়ায় মাঝপথে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়। বর্তমানে ব্যবসা করে সংসার চালান।
জানা গেছে, দীর্ঘ নয় বছরের সম্পর্কের পর প্রেমিকা তনুশ্রী ঘোষ তাকে বিয়ে করতে অস্বীকার করেছেন। গত ২ অক্টোবর তাদের মধ্যে শেষ কথা হয়েছে। এরপর বাড়ির লোকের কথায় কম পড়াশোনা জানা ছেলেকে বিয়ে করতে চায় না বলে স্পষ্টই জানিয়েছেন। যতোক্ষণ না পর্যন্ত প্রেমিকা তাকে বিয়ে করতে রাজি হচ্ছে ততোক্ষণ পর্যন্ত অনশন চালিয়ে যাবেন রকি রজক।
রকি রজকের বন্ধু সুমন্ত দাস দাবি করেন, দুজনের মধ্যে গত ৯ বছর ধরে সম্পর্ক রয়েছে। দুজন দুজনের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। এরপর তনুশ্রী ঘোষ তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।
তনুশ্রী ঘোষের মা মালতী ঘোষের দবি, ওই তরুণ সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তার মেয়েকে রকি রজক প্রায়ই বিরক্ত করতেন। বিষয়টি নিয়ে তাকে সতর্ক করা হয়েছিল।
দুজনের একসঙ্গে ছবি প্রসঙ্গে বলেন, এখন এসব ছবি তৈরি করা যায়, সবাই সেটা ভালো করেই জানেন। মেয়ের বদনাম করতে ওই তরুণ মিথ্যা কথা বলছেন বলেও তার দাবি।