Lead Newsকরোনাভাইরাসজাতীয়
বাংলাদেশে করোনায় সুস্থতার হার ১৭.৫%
দেশে করোনায় সুস্থতার হার ১৭ দশমিক ৫ শতাংশ ও মৃত্যু ১ দশমিক ৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শনিবার দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য বুলেটিনে এতথ্য জানান।
তিনি বলেন, দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৭০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৪ জন। আর মারা গেছেন ২১৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫ শতাংশ এবং সুস্থতার হার ১৭ দশমিক ৫ শতাংশ।
নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুস্থতার হার ৯১ দশমিক ৮ শতাংশ এবং মৃত্যুর হার ৮ দশমিক ২ শতাংশ।