ভারতকে আকাশসীমা খুলে দিতে পাকিস্তানের শর্ত
নিজেদের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য খুলে দিতে শর্ত দিয়েছে বৈরী প্রতিবেশী দেশ পাকিস্তান। যুদ্ধের মানসিকতা থেকে সরে না এলে ভারতীয় বিমানের জন্য পাকিস্তান আকাশসীমা খুলবে না বলে সাফ জানিয়ে দিলেন পাক বিমান পরিবহন মন্ত্রণালয় সচিব শাহরুখ নুসরাত।
সংসদীয় কমিটিকে নুসরাত শুক্রবার বলেন, বারবারই আমাদের আকাশসীমা খুলে দেওয়ার কথা বলছে ভারত। এ নিয়ে আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। ফরওয়ার্ড পোস্ট থেকে যুদ্ধ বিমানগুলোকে আগে সরাতে হবে ভারতকে। তারপরই আকাশসীমা খোলার কথা ভাববে পাকিস্তান, খবর: বিডি প্রতিদিন।
ভারতীয় বিমানবাহিনী ২৬ ফেব্রুয়ারি বালাকোটে অভিযান চালানোর পরই নিজেদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দেয় পাকিস্তান। এরপরই পাকিস্তানের ওপর দিয়ে যাওয়া বিমানগুলোর রুট বদলে দেওয়া হয়। এতে ভারতীয় বিমান সংস্থাগুলোর অনেকটাই ক্ষতি হচ্ছে।
এদিন নুসরাত আরও বলেন, পাকিস্তানের বিমানের জন্য তাদের আকাশসীমা খুলে দিয়েছে বলে দিল্লি যা বলছে তা ঠিক নয়। পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার পর মালয়েশিয়া থেকে পাকিস্তানি বিমান বাতিল করা হয়েছে। আর তখন থেকেই বন্ধ রয়েছে পাকিস্তান আন্তর্জাতিক এযারলাইন্সের (পিএইএ) বিমান চলাচল।