করোনা প্রতিরোধে আদা, গরম পানি, কালোজিরা, মধু ও ফলমূল খাওয়ার পরামর্শ
স্বাস্থ্য অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিক্যাল কেয়ার (এএমসি) করোনাভাইরাস প্রতিরোধে আদা, লবণ মিশ্রিত গরম পানি, কালোজিরা, মধু ও ভিটামিন সি-সমৃদ্ধ ফলমূল খাওয়ার পরামর্শ দিয়েছে।
স্বাস্থ্য বার্তাটি দেশের সব বিভাগের পরিচালক, তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে পাঠানো হয়।
গত ২২ এপ্রিল এএমসি লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর সই করা এই বার্তাটি গণমাধ্যমে প্রচারের জন্য সোমবার (১১ মে) পাঠানো হয়।
করোনা প্রতিরোধ সহায়ক বিকল্প স্বাস্থ্য বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর আহ্বান ‘চিরায়ত চিকিৎসা পদ্ধতিকে মূল্যায়ন করে মূল ধারায় আনতে হবে’। এই স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য অধিদফতরের অল্টারনেটিভ মেডিক্যাল কেয়ার (এএমসি) বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা করোনা প্রতিরোধে সহায়ক হতে পারে।
চিরায়ত চিকিৎসা পদ্ধতিকে মূল্যায়ন করে মূল ধারায় আনতে অল্টারনেটিভ মেডিক্যাল কেয়ারের বার্তাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদফতর ও অল্টারনেটিভ মেডিক্যাল কেয়ার প্রচার করছে।