দেশে করোনাভাইরাস হতে সুস্থ ২৯৮ পুলিশ সদস্য
দেশে দায়িত্ব পালনকালে মঙ্গলবার পর্যন্ত ১৮৭৮ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ২৯৮ জন পুরোপুরি সুস্থ হয়েছেন।
মোট করোনা আক্রান্তদের মধ্যে ৮৬৫ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য বলে পুলিশ সদর দপ্তর সূত্র ইউএনবিকে নিশ্চিত করেছে।
ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন।
সূত্র জানিয়েছে, বর্তমানে ৪৯৬১ জন পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন। ১১৫৯ জন আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশব্যাপী যৌথভাবে কাজ করছে পুলিশ, সশস্ত্র বাহিনী, র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় বাংলাদেশ পুলিশ ২৫০ শয্যার ইমপালস হসপিটাল ভাড়া করেছে।
পুলিশ সদস্যদের মধ্যে করোনা আক্রান্তের হার বাড়ায় সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম তিনটি ভেনটিলেটর ও এন৯৫ মাস্ক বাংলাদেশ পুলিশ হাসপাতালে প্রদান করেছেন।