ঈদে আরিফিন শুভর নতুন চমক
করোনাভাইরাসের প্রভাবে বন্ধ রয়েছে সিনেমা হল। আসছে রোজা ঈদেও এখন পর্যন্ত সিনেমার মুক্তি অনিশ্চিত। চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ ছিলো মুক্তির তালিকায়।
কিন্ত করোনায় সব অনিশ্চিত হয়ে পড়ায় হতাশ এ নায়কের ভক্তরা। তবে একটা চমক ঠিকই নিয়ে আসবেন ‘ঢাকা এটাক’- এর নায়ক।
জানা গেছে, আসছে ঈদে প্রকাশ হবে আরিফিন শুভর গাওয়া একটি নতুন গান।
নায়ক হলেও শুভ যে ভালো গান গাইতে জানেন এই কথা প্রায় অনেকেরই জানা। এর আগে ২০১৪ সালে ‘অগ্নি’ সিনেমায় ‘ডুবে যায়’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
ছয় বছর পর আবার এই নায়কের কণ্ঠে শোনা যাবে গান। ‘মনটা বোঝে না’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন শুভ। যা শুভ’র নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে আসছে ঈদে।
আরিফিন শুভ’র নতুন এই গানের কথা লিখেছেন কে জিয়া, সুর করেছেন ফুয়াদ আল মুক্তাদির। বর্তমানে গানটির ভিডিও সম্পাদনার কাজ চলছে।
এ প্রসঙ্গে শুভ বলেন, ‘ঈদে আমার সিনেমা আসছে না। তাই এ গানটি আমার ভক্তদের জন্য ঈদ উপহার হিসেবে রইলো। অনেক বছর পর গান গাইলাম। ইচ্ছা ছিলো দেশের বাইরে মিউজিক ভিডিও করে গানটা প্রকাশ করার। কিন্তু করোনার জন্য তা আর হলো না। আমার বাসায় গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। দৃশ্য ধারণ করেছেন আমার স্ত্রী অর্পিতা। ও অনেক আগে থেকেই ফটোগ্রাফি করে।’
তবে এখনো মুক্তির তারিখ নির্দিষ্ট করা হয়নি। সূত্র জাগো