Lead Newsক্রিকেটখেলাধুলা

মুশফিকের ব্যাটের দাম ৪১ লাখ টাকা ছাড়াল!

বাংলাদেশে জেঁকে বসেছে প্রাণঘাতী করোনাভাইরাস! এতে মহাবিপাকে পড়েছেন অসহায় মানুষগুলো। তাদের আর্থিক সহায়তায় দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলেছেন টাইগার উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ইতিমধ্যে তার ব্যাটের দাম ৪১ লাখ টাকা ছাড়িয়েছে! ব্যাটটির ভিত্তিমূল্য ছিল ৬ লাখ টাকা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি এ নিলামের লিংক দিয়েছেন মুশফিক। ক্ষণে ক্ষণে ব্যাটের দাম কত উঠছে, তাতে ঢুকে তা দেখে নিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। এখন পর্যন্ত ৫৩ বার তার ব্যাটের দাম হাঁকা হয়েছে। সর্বোচ্চ দাম উঠেছে ৪১ লাখ ৪১ হাজার ১ টাকা! যদিও তা ভুয়া বলে শোনা যাচ্ছে।

নিলামের দাম সংক্রান্ত বিষয়গুলো দেখছে পিকাবু। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মুরিন তালুকদার বলেন, যে দামটি দৃশ্যমান সেটি ঠিক নাও হতে পারে। অনেক ভুয়া ব্যক্তি অনলাইনে এসে দাম হাঁকাচ্ছেন। ফলে সঠিক দাম যাচাই করতে পারছি না। আমরা যাচাই-বাছাই করে সঠিক দামটিই অনলাইনে তুলে দেব।

আগামী বৃহস্পতিবার রাত ১০টায় মুশফিকের ব্যাটের নিলাম পর্ব শেষ হওয়ার কথা রয়েছে।

২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে এ ‘এসএস’ ব্যাট দিয়ে অপরাজিত ২০০ রানের অনিন্দ্যসুন্দর ইনিংস খেলেন মুশফিকুর রহিম। ক্রিকেটের অভিজাত সংস্করণে বাংলাদেশের পক্ষে যা প্রথম ডাবল সেঞ্চুরি।

এর আগে নিলামে ওঠে সাকিব আল হাসানের ব্যাট। এটি দিয়ে ২০১৯ বিশ্বকাপে খেলেন তিনি। ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়। তাতে দেশের ক্রীড়াবিদদের মধ্যে সাড়া পড়ে যায়। একে একে নিজের প্রিয় খেলাধুলার স্মারক নিলামে তুলতে উদগ্রীব হয়ে পড়েন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =

Back to top button