ফসলের জমিতে হীরা পেলেন দরিদ্র কৃষক!
প্রতিদিনের মতো ক্ষেতে কাজ করছিলেন একজন কৃষক। আর সেখানেই আচমকা এক টুকরো হীরা পেয়েছেন তিনি। বাজারে যার মূল্য প্রায় ১০ লাখ। মহামূল্যবান এই হীরা পেয়ে দরিদ্র সেই কৃষক রাতারাতি ধনী বনে গেছেন। এই ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের কুরনুল জেলার গোলাভানাপল্লী গ্রামে।
জানা গেছে, ওই কৃষক স্থানীয় এক ব্যবসায়ীর কাছে নগদ সাড়ে তেরো লাখ টাকা এবং ৫০ গ্রাম সোনার বিনিময়ে সেই হীরা বিক্রি করে দেন। এ বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা না দেওয়া হলেও ঘটনার কথা ছড়িয়ে গেছে পুরো এলাকায়। ইতোমধ্যে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তবে হীরাটি কী মাপের এবং কত ক্যারেটের সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, কুরনুসহ অন্ধ্র প্রদেশের আরও বেশ কিছু গ্রামে বর্ষা নামার সঙ্গে-সঙ্গে শুরু হয়েছে হীরার খোঁজ। অনেক দূর থেকেও মানুষ এখানে হীরার খোঁজে আসেন। কিছুদিন আগে আরও এক ব্যক্তি মাটি থেকে একটি ৮ ক্যারেটের হীরা পেয়েছিলেন। তিনি ২ লাখ টাকার বিনিময়ে সেটি বিক্রি করে দেন। যদিও তার বাজারমূল্য ছিল আনুমানিক ৫ লাখ টাকা।