করোনাভাইরাসভাইরাল
সামাজিক দূরত্ব বজায় রাখতে শরীরে লাঠির বেড়া
সামাজিক দূরত্ব বজায় রাখতে নিজের শরীরের চারদিকে লাঠির বেড়া তৈরি করে ঘুরছেন। সোশ্যাল মিডিয়ায় এই আইডিয়া রীতিমত ভাইরাল।
বেশিরভাগ মানুষই এই আইডিয়া দেখে হাসলেও অনেকেই বলছেন, সচেতনতার জন্য এই পন্থা নেওয়াই ভালো।
ঐ ব্যক্তির বাড়ি পশ্চিমবঙ্গের বহরমপুরে। ভিডিওতে তিনি দাবি করেছেন, তার কাছে যাতে কেউ ঘেষতে না পারে, সেকারণেই তিনি শরীরের চারপাশে খাঁচা তৈরি করেছেন।
অসাবধানবশত কেউ তার কাছে চলে এলেও তিনি লাঠির খোঁচা খেয়ে দূরে চলে যাবেন। করোনা থেকে অন্যান্যদেরও সতর্ক করতে তিনি নিজেকে এভাবে সুরক্ষিত রেখে শহরে সাইকেল নিয়ে ঘুরছেন।
তবে তার এই সতর্কিত পদক্ষেপের জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকে যেমন বাহবা দিয়েছেন, আবার কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। পুলিশের বলছে, দাগ কেটেও যখন মানুষদের দূরে রাখা যাচ্ছে না, তখন এই লোকের আইডিয়া চমকপ্রদই বলা যায়।