Lead Newsক্রিকেটখেলাধুলা

ক্যাম্প চলবে, ভারত সফরেও যাবে দল : পাপন

আগামী মাসে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এ সফরের আগে ধর্মঘটের ডাক দিয়েছেন ক্রিকেটাররা। তাই টাইগারদের ভারত সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ঠিক সময়ে ক্যাম্প শুরু হবে, ভারত সফরেও যাবে দল।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, ‘ভারত সিরিজ হবে, ক্যাম্পও চলবে। বেশিরভাগ খেলোয়াড় খেলতে চায়, ক্রিকেটের উন্নতি চায়। দু-একজন হয়তো ষড়যন্ত্রের মধ্যে আছে। তাদের খুঁজে বের করা হবে। অনেকেই না জেনে এই আন্দোলনে যোগ দিয়েছে।’

খেলোয়াড়দের দাবি নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘দাবি তো দিলই না, ফোনও ধরছে না। আমাদের কী করার আছে। তবে ওদের জন্য দরজা খোলা। ওরা আসুক, দাবি জানাক—তারপর দেখা যাবে।’

খেলোয়াড়দের দাবি নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘খেলোয়াড়রা যখন যা চেয়েছে, আমরা সবই দিয়েছি। তাদের বেতন-ভাতা অন্য অনেক দেশের চেয়েও বেশি। এখন যদি তারা খেলতে না চায়, আমাদের কী করার আছে। অবশ্য ভারত সফরের আগে এখনই কিছু মেনে নেওয়া কঠিন।’

এই আন্দোলনের কারণ সম্পর্কে বিসিবি সভাপতি বলেন, ‘কাল থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে। আসল কারণ হচ্ছে, এই সব কোচ খেলোয়াড়দের পছন্দ নয়। তাই ভারত সফরের আগেই এই আন্দোলনের ডাক দেয় তারা।’

ক্রিকেটারদের এই আন্দোলন পরিকল্পনার অংশ বলে মনে করেন নাজমুল হাসান, ‘সবকিছুই পরিকল্পিতভাবে করা হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা বলা হচ্ছে। ৯৯ শতাংশ মানুষ ক্রিকেটকে ভালোবাসে। জাতিকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। একজন খেলোয়াড় কী পরিমাণ টাকা পায়, আপনারা জানেন না।’

ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত চলছে বলেও মনে করেন তিনি, ‘ওরা কেন আগে আমাদের কাছে আসেনি। তারা জানে, দাবিগুলো নিয়ে এলে আমরা তা মেনে নেব, তাই আসেনি। আসলে বিদেশে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত চলছে। এতে সফল হয়েছে তারা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 4 =

Back to top button