জাতীয়সরকার

করোনা এবং ডেঙ্গু রোধে ৩০ কোটি ৬৩ লাখ টাকা বিশেষ বরাদ্দ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধ, মশা নিধন তথা ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য ৩০ কোটি ৬৩ লাখ টাকা বিশেষ থোক বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের নির্দেশনায় এ বরাদ্দ দেওয়া হয়েছে।

১২টি সিটি কর্পোরেশনের জন্য ১৬ কোটি ৫০ লাখ টাকা এবং ৩২৮টি পৌরসভার জন্য ১৪ কোটি ১৩ লাখ টাকা অবমুক্ত করে বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে অফিস আদেশ (জিও) জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ‘সিটি কর্পোরেশনের উন্নয়ন সহায়তা’ খাতে বরাদ্দকৃত অর্থের অনুমোদিত বিভাজন অনুযায়ী ‘বিশেষ থোক বরাদ্দ (মাননীয় মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী)’ উপখাত থেকে ১২টি সিটি কর্পোরেশনের অনুকূলে ১৬ কোটি ৫০ লাখ টাকা দেওয়া হলো।

এর মধ্যে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম এবং গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য দুই কোটি টাকা করে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্য এক কোটি ৫০ লাখ টাকা এবং খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, কুমিল্লা, রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জন্য এক কোটি টাকা বিশেষ থোক বরাদ্দ দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে বলা হয়, প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগকে প্রদত্ত ক্ষমতাবলে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন বাজেটের ‘বিশেষ থোক (মাননীয় মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী)’ উপখাত থেকে ডেঙ্গু ও কোভিড-১৯ মোকাবিলার নিমিত্তে জীবাণুনাশক ও সুরক্ষা সামগ্রী ক্রয়ে পৌরসভাসমূহের জন্য ১৪ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলো।

এর মধ্যে জেলা সদরের ‘ক’ শ্রেণির পৌরসভার জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা, অন্যান্য ‘ক’ শ্রেণির পৌরসভার জন্য ৪ লাখ ২৫ হাজার ঢাকা, ‘খ’ শ্রেণির পৌরসভার জন্য ৪ লাখ টাকা এবং ‘গ’ শ্রেণির পৌরসভার জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার পর বিভিন্ন খাতে অব্যবহৃত ও বেঁচে যাওয়া টাকা সমন্বয় করে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের অনুকূলে ইতিপূর্বে স্থানীয় সরকার বিভাগ থেকে ২৫ মার্চ তারিখে ৩৩ কোটি ২ লাখ টাকা এবং ২৬ এপ্রিল তারিখে ৫২ কোটি ২৫ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 11 =

Back to top button