অন্যান্যকরোনাভাইরাসখেলাধুলা

করোনার সঙ্গে লড়ে হার মানলেন জাপানের সুমো কুস্তিগির

প্রাণঘাতী করোনাভাইরাস কেড়ে নিচ্ছে লাখো লাখো প্রাণ। এর শিকার হয়ে এবার মারা গেলেন জাপানের ২৮ বছর বয়সী সুমো কুস্তিগির শুবোশি। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে জাপান সুমো এসোসিয়েশন (জেএসএ)।

জাপানের সংবাদমাধ্যম বলছে, গত ১০ এপ্রিল করোনা পজিটিভ হয় শুবোশির। ১৯ এপ্রিল তার অবস্থার অবনতি হলে টোকিও হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। জাপানে করোনা পজিভিভ হওয়া প্রথম সুমো কুস্তিগির শুবোশি। ২০০৭ সালে পেশাদার কুস্তিগির হিসেবে ক্যারিয়ার শুরু করেন শুবোশি।

উল্লেখ্য, প্রথমদিকে বলা হচ্ছিল যে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরাই করোনায় মারা যাচ্ছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। এখন যে কোনো বয়সের মানুষই মারা যাচ্ছে করোনায়। এমনকী সুমো কুস্তিগীরের মতো সুঠামদেহী মানুষেরারও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =

Back to top button