সৈকতে ফুটে উঠল করোনা যোদ্ধা মায়েদের ছবি
মহামারি করোনাভাইরাসের তাণ্ডব চলছে গোটা বিশ্বে। করোনার সঙ্গে লড়াইয়ের তালিকায় আছেন নানান পেশায় নিযুক্ত অসংখ্য মা। পুলিশ, চিকিৎসক, নার্স হিসেবে নিযুক্ত সেসব করোনা যোদ্ধা মায়েদের সালাম জানালেন ভারতের ওড়িশার বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক।
করোনা কালে এবারের মা দিবসে নিজের ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল থেকে বালু শিল্পের ছবিটি পোস্ট করেন সুদর্শন। ছবিটি এরইমধ্যে ছয় হাজারের বেশি লাইক পেয়েছে। সেই সঙ্গে রিটুইট হয়েছে এক হাজারের বেশি।
ছবিতে দেখা গেছে, পুরির সৈকতে তিনি ফুটিয়ে তুলেছেন চার পেশার চার করোনা যোদ্ধা মাকে। পরিচ্ছন্ন কর্মী, নার্স, চিকিৎসক, পুলিশ। এই মহামারির সময় তারা যেভাবে নিজেদের পরিবারের কথা না ভেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, সে কথাই তিনি ফুটিয়ে তুলছেন।
এই চার পেশার নারী ছাড়াও নীচের দিকে আরো চার নারী মূর্তি দেখা গেছে, যারা ‘মা তুঝে সালাম’ লেখা একটি ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন।