বিচিত্র
মুরগির ডিম আমের মতো!
আম আকৃতির ডিম পাড়ছে মুরগি। মুরগির এই ডিম দেয়ার ঘটনা সাড়া ফেলেছে বান্দরবান জেলাজুড়ে।
শনিবার সরেজমিন দেখা যায়, বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী এলাকায় কালো রঙের ওই মুরগিটি আম আকৃতির ৩টি ডিম পেড়েছে।
বিষয়টি নিশ্চিত করে মুরগির মালিক ও লামা প্রাণিসম্পদ বিভাগের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজা বলেন, আমার লালিত-পালিত কালো রঙের মুরগিটি ৩ দিন ধরে হুবহু আম আকৃতির ডিম পাড়ছে। খবরটি ছড়িয়ে পড়ায় এ ডিম দেখার জন্য স্থানীয়রা আমার বাড়িতে ভিড় করছেন।
তিনি জানান, এক বছর বয়সী মুরগিটি এর আগেও ডিম পেড়েছে, সেগুলোর আকৃতি স্বাভাবিক ডিমের মতো ছিল। কয়েকদিন আগে সকালে উঠে মুরগির ঘরটিতে ডিম দেখে তিনি হতবাক হন। ডিমটি হুবহু আম আকৃতির।