লকডাউনে স্বামীর বিরহে কাতর সানিয়া
করোনাভাইরাস মানুষকে যেমন পরিবারের সঙ্গে মিলিয়ে দিয়েছে, তেমনই আবার বিচ্ছেদ ঘটিয়ে যাচ্ছে। যেমন লকডাউনের কারণে সানিয়া মির্জা আছেন ভারতে আর তার স্বামী শোয়েব মালিক পাকিস্তানে। স্বামীর বিরহে কাতর ভারতের টেনিস কুইন সানিয়া।
কবে লকডাউন শেষ হবে, কবে আবার তাদের দেখা হবে কিছুই জানা নেই। এমন পরিস্থিতিতে একটি লাইভ চ্যাটে সানিয়া জানিয়েছেন, একমাত্র পুত্র ইজহান কবে আবার বাবাকে দেখতে পাবে সেটা নিয়ে তিনি যথেষ্ট সন্দিহান।
সানিয়া বলেন, ‘শোয়েব পাকিস্তানের শিয়ালকোটে আটকে পড়েছে। আমি হায়দরাবাদে। এই পরিস্থিতি সামলানো বেশ কঠিন। কারণ আমাদের এক ছোট বাচ্চাও রয়েছে। ইজহান কবে আবার বাবাকে দেখতে পাবে, সেটা নিয়ে আমি খুব চিন্তিত। আমরা বাস্তবসম্মত মানুষ। পাকিস্তানে শোয়েবের ৬৫ বছরের মা রয়েছেন। তাই শোয়েবের ওখানে থাকা ভীষণ প্রয়োজন।’
২০১৮ সালের অক্টোবরে পুত্র ইজহানের জন্মের পর বেশ কয়েকমাস কোর্টের বাইরে ছিলেন সানিয়া। চলতি বছরের জানুয়ারিতে কোর্টে ফিরেই হবার্টে নারীদের ডাবলসে চ্যাম্পিয়ন হন। ১৮ মাসের সন্তান ইজহানকে গ্যালারিতে সাক্ষী রেখে সানিয়া প্রথমবার ফেড কাপের মূলপর্বে খেলেছিলেন।
তবে লকডাউনে টেনিস নিয়ে কিছুই ভাবেন না তিনি, ‘এই মুহূর্তে টেনিস নিয়ে কোনো চিন্তাভাবনাই করছি না। কয়েকদিন আগেও এত দুর্ভাবনা হতো না। এখন অকারণেই খারাপ চিন্তা মাথায় ভিড় করে আসে। চারপাশে কেবলই অনিশ্চয়তা।’